বসবাসের বৈধ নথিপত্র না থাকাসহ নানা অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে। তাঁদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি।
কুয়ালালামপুরের চেরাস শহরের তামান কোনাটের তিনটি ফ্ল্যাট থেকে শনিবার তাঁদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাত একটার পর এই বিদেশি নাগরিকদের আটক করা হয়। তাঁদের অর্ধেকের বেশি বাংলাদেশি, ২৫২ জন। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ২ জন ফিলিপাইনের নাগরিক।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd