প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৩, ২:৩৩ পি.এম
তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগামীকাল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রোববার (৬ আগস্ট) গণভবনে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা দেবেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষে থেকে জানানো হয়েছে, রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বৈঠক উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যাবস্থা নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতাদের বিজয় স্মরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd