দারুণ জয়ে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে সারে জাগুয়ার্স। তবে দলের জয়ের দিনে কথা বলেনি লিটন দাসের ব্যাট। মন্থর উইকেটে অল্প পুঁজি নিয়েও লড়াই করে শেষ হাসি হেসেছে লিটন দাসের দল।
গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাতে ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে আগে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্স ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় ভ্যাঙ্কুভার নাইটস। বোলাররা ম্যাচ নিয়ন্ত্রণে রেখে জিতিয়েছেন ম্যাচটি। সারে জাগুয়ার্স জয় পেয়েছে ৩৮ রানে।
এদিন ব্যাটিংয়ে শুরু থেকে দাপট দেখাচ্ছিল সারে । পাওয়ার প্লেতে ৪৫ রান সংগ্রহ করে। কিন্তু তারপরই খেই হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এ ছাড়া আয়ান খান ২৯ রান করেন। লিটন নিজেকে মেলে ধরতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান।
নাইটসের হয়ে জুনাইদ সিদ্দিক সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। রুবেন ট্রাম্পেলমেন ও কার্তিক মায়াপ্পান দুটি করে উইকেট নিয়েছেন। ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে নাইটস গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফাবিয়ান অ্যালেন।
জাগুয়ার্সের হয়ে ম্যাথু ফ্রড ২.৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd