কিছুদিন আগে অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোর নেতারা কয়েক দফা বৈঠকের পর নাইজারের অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দেন।
এবার আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। অনির্দিষটকালের জন্য এটি বন্ধ থাকবে বলে জানা গেছে। বিবিসি ও ডয়চে ভেলে জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ দেখাচ্ছে, দেশটির আকাশের ওপর দিয়ে কোনো বিমান চলছে না। সদ্য গঠিত সেনা শাসককে নাইজার জানিয়েছিল, রোববারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এর ব্যতয় হলে যৌথভাবে নাইজারের সেনা শাসকের বিরুদ্ধে লড়বে তারা। প্রয়োজনে বল প্রয়োগও করা হবে। জান্তার একজন মুখপাত্র বলেছেন, ‘বিদেশি শক্তির হাত থেকে নাইজারকে রক্ষায় সামরিক বাহিনী প্রস্তুত।’
রোববার জান্তা সরকার আরেক বিবৃতিতে জানায়, তাদের কাছে তথ্য রয়েছে দেশটি আক্রমণের মুখোমুখি হতে যাচ্ছে। সামরিক হস্তক্ষেপ মোকাবিলায় ওয়াগনারের সহায়তা চেয়েছে তারা। এদিকে নাইজারের গণতান্ত্রিক সরকার উৎখাতে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd