মুক্তির পর থেকেই দর্শক থেকে সমালোচক, সব মহলেই প্রশংসিত ‘বার্বি’। বিশ্বজুড়ে ঝড় তুলেছে বহুল আলোচিত এই চলচ্চিত্র।
বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অর্জন করেছে 'বার্বি'। মাত্র ১৬ দিনে এই আয় হয়েছে। মুভিতে অনবদ্য অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। পরিচালক গ্রেটা গারউইগ। সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এটি এখন বিশ্বব্যাপী বক্স অফিসে এক বিলিয়ন ছাড়িয়েছে। ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘বার্বি’। বার্বি’ মুক্তির তৃতীয় সপ্তাহান্তে প্রায় ৫৪ মিলিয়ন উপার্জন করেছে। উত্তর আমেরিকায় এটির আয় ৪৬০ মিলিয়নের বেশি এবং বিশ্বব্যাপী মোট আয় এক বিলিয়ন ছাড়িয়েছে।
২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়, একজন নারী পরিচালকের সবচেয়ে বড় উদ্বোধনীয় আয়, একটি নন-সিক্যুয়েল চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়, একটি খেলনাভিত্তিক থিমে নির্মিত চলচ্চিত্র হিসেবে সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে ‘বার্বি’। এ ছাড়াও সিনেমাটি রায়ান গসলিং ও মার্গট রবির ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও হয়ে উঠেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd