দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
আজ বুধবার ৯ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে। দুর্গম এলাকা ছাড়া ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠপর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সে জন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া এই অ্যাপসের মাধ্যমে নির্বাচনি ফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। নির্বাচনি ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd