ইমরান খান গ্রেফতার হওয়ার চার দিন পূর্ন হলো। তোশাখান মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এবার রাষ্ট্রীয় কোষাগারে থাকা সব উপহার নিলামে তোলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানভিত্তিক সম্প্রচারমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, সম্প্রতি কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই), অল পাকিস্তান নিউজপেপার সোসাইটি (এপিএনএস) এবং পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন শাহবাজ। তোশাখানার উপহার বিক্রি করে যে টাকা আসবে তা গরীব ও অসহায় মানুষের জন্য ব্যবহার করা হবে। শাহবাজ বলেন, ‘আমি তোশাখানায় থাকা লাখ লাখ রুপি মূল্যের সব উপহার নিলাম করার ঘোষণা করছি। তবে এর পুরো টাকা কল্যাণ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মতো এতিম শিশুদের প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও যাবে না। এই অর্থ আমরা একটি সংস্থার অধীনে হস্তান্তর করব যাতে এতিমদের সহায়তা করা যায়; যারা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না।’
তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে অত্যন্ত কঠিন অর্থনৈতিক অবস্থার মুখে পড়েছে। জোটের দলগুলো পরিস্থিতির ভয়াবহতা কল্পনাও করেনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd