বেসরকারি খাতের ১০টি ব্যাংক মিলে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লেনদেন আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া।
বেসরকারি খাতের এই ১০টি ব্যাংকের উদ্যোগে প্রস্তাবিত এ ব্যাংকের নাম হবে ডিজি টেন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানগুলো বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকগুলো। সিটি ব্যাংক ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর কাছে বিষয়টি জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ১২৫ কোটি টাকা। সিটি ব্যাংক বিনিয়োগ করলে তা হবে ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এই ব্যাংকে সিটি ব্যাংকের শেয়ার থাকবে ১১ দশমিক ১১ শতাংশ। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গত জুন মাসে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক।
১ আগস্ট আবেদনের শেষ তারিখেও কোনো সাড়া না পাওয়ায় ১৭ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সময়ই ১০ ব্যাংকের এই উদ্যোগের কথা জানা গেল।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd