পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পার্লামেন্ট বিলুপ্ত করলেন তিনি। এর মধ্য দিয়ে শেহবাজ সরকারের শাসনের অবসান এবং দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) গভীর রাতে জাতীয় পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগেই ভেঙে দেওয়া হল পাকিস্তান জাতীয় পরিষদ। আগামী ১২ আগস্ট জাতীয় পরিষদের মেয়াদ পূর্ণ হতো। এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে জাতীয় পরিষদ বিলুপ্তি দেশটিতে জাতীয় নির্বাচনের পট প্রস্তুত করলো। এখন সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd