নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়। এই ঘটনায় ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আদমজী ইপিজেডের পাঁচ শতাধিক কর্মী।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টায় নারায়ণগঞ্জ আদমজী সড়কের ইপিজেডের সামনে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ চলাকালে তীব্র যানজট সৃষ্টি হয়।
জানা যায়, গতকাল বুধবার ইপিজেডের সামনে সড়ক পারাপারের সময় পারভিন আক্তার (২৩) নামের এক গার্মেন্টস কর্মী তেলবাহী ট্যাঙ্কারের চাপায় নিহত হন। নিহত পারভিন ইউ এইচ এম লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল বুধবার তেলবাহী ট্যাঙ্কারের চাপায় পারভিন আক্তার নিহতের ঘটনায় বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল আদমজী ইপিজেডের গার্মেন্টস কর্মীরা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই সড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ) এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সহকর্মী হারানোর ক্ষোভে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিদ্ধিরগঞ্জ ইপিজেডের পাঁচ শতাধিক কর্মী। এ সময় তারা ঘাতক চালকের বিচার দাবি জানান। তবে এই বিষয়ে পরিবারের কেউ থানায় মামলা করেননি। বিচার পেতে হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি পরিবারের পক্ষে কেউ মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে এটি সময়সাপেক্ষ বিষয়। দোষীদের পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা শ্রমিকদের বিচারের আশ্বস্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd