আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে কিছু লোক।’
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘কারবালায় নারী-শিশুদের হত্যা করা হয়নি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের ঘাতকরা আমার মা, আমার ভাইয়ের স্ত্রীদের ছাড়েনি। চার বছরের শিশুকেও ছাড়েনি।’
১৯৮১ সালে দেশে ফিরে আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস পেয়েছি। যা আমাকে প্রেরণা যুগিয়েছে, শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে।’
‘বারবার মৃত্যুকে সামনে থেকে দেখেছি। কিন্তু কোনোদিন ভয় পাইনি।’ বলেন আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ কেরে বলেন, ‘কেন যেন মনে হতো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এ দেশের মানুষের জন্য কিছু করার জন্য।’
‘আল্লাহ কিছু মানুষকে কিছু কাজ দেন, এই কাজটা আমি যতক্ষণ পর্যন্ত না শেষ করব, রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। এ বিশ্বাস নিয়ে আমার পথ চলা।’ যোগ করেন প্রধানমন্ত্রী
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd