টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত কারণে তিনি বেশ সমালোচিত। ব্যক্তি জীবন নিয়ে তাকে খবরের শিরোনামে আসতে হয় বারবার। সাজের কারণে, কখনো পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে মাঝে মাঝে ট্রলের শিকার হন জনপ্রিয় এই নায়িকা।
আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। আনন্দবাজারের বিশেষ সাক্ষাৎকারে জন্মদিন উপলক্ষ্যে কথা বলেন তিনি। ফের বিয়ে করে কি নতুন জীবন শুরু করতে চান? এমন প্রশ্নোত্তরে শ্রাবন্তী বলেন, এখনো বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না, কাজই আমার প্রেম। জন্মদিনে কার উপহারের আশায় থাকেন প্রতি বছর?
শ্রাবন্তী বলেন, বাবা-মায়ের থেকে কিছু না কিছু প্রত্যাশা করি। এটা আমার অধিকার। এ ছাড়া আমার ও ছেলের একদিন আগে-পরে জন্মদিন। তাই দ্বিগুণ উদ্যাপন চলে। উপহারও বেশি পেয়ে থাকি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd