আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি ছাড়া অনেক দল রয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের দলের মধ্যেও রয়েছে অনেকেই অংশগ্রহণ করবে।
সোমার (১৪ আগস্ট) রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল বলেন, আওয়ামী লীগের কড়া বার্তা হলো- তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিরোধী কিছুই হবে না।
হাওয়া থেকে পাওয়া অনেক স্বপ্ন বিএনপি করেছে। অনেক দিবাস্বপ্ন দেখেছেন তাদের দিবা স্বপ্নই রয়ে গেছে।
আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন জানিয়ে কাদের বলেন, বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ২৮ অক্টোবর চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল,অক্টোবরের মাঝামাঝিতে মেট্রো রেলের বাকি অংশটি শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়েতে ৬০ কিলোমিটার গাড়ীর গতি থাকবে। থ্রি হুইলার, মোটরসাইকেল কিংবা সাইকেল চলাচল করতে পারবে না।
তিনি বলেন, মাস্টার পরিকল্পানা অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঢাকাকে সাজানোর পরিকল্পনা চলছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd