কক্সবাজারের চকরিয়ায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত শিবির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। আর কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌর শহরের বায়তুস শরফ সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টায় চকরিয়া হাইস্কুল মাঠে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে এতে পুলিশ বাধা দেয়ায় ৪ বার স্থান পরিবর্তন করে লামার চিরিঙ্গা মসজিদ চত্বরে গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলো জামায়াত। এ সময় পুলিশ-ছাত্রলীগ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, হাসপাতালে আনার আগেই ফোরকানের মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে আঘাত লেগেছে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
জানা যায়, ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd