আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ থেকে আম্পায়ারের দায়িত্বে থাকবেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির দায়িত্ব পালন শেষে দিন কয়েক আগে দেশে ফিরেছেন তিনি। এমনকি টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচেও মুকুল টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন।
১৬ আগস্ট, বুধবার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুকুল নিজেই। জানিয়েছেন বোর্ড থেকে তাকে এশিয়া কাপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এর আগে গেল বছর এশিয়া কাপেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন মুকুল। এমনকি সেই আসরে ভারত-পাকিস্তানের মতো হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। বেশ সুনামের সঙ্গেই সেদিন দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল মুকুলকে।
যার ফল হিসেবে চলতি বছরের এশিয়া কাপেও আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন মুকুল। এদিকে এশিয়া কাপের পর চীনে বসবে এশিয়ান গেমসের আসর। সেখানেও ক্রিকেট ইভেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করতে শ্রীলঙ্কা থেকে সরাসরি চীনে উড়াল দেবেন মুকুল। এশিয়ান গেমসেও বাংলাদেশ থেকে একজন আম্পায়ার থাকবেন।
এদিকে আরেক বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত থাকছেন আফগানিস্তান-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় হতে যাওয়া এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd