অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচারের বিকল্প কিছু ছিল না। তাই রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় চোখের অস্ত্রোপচার করান তিনি। সেসময় ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছিলেন ফারিয়ার মা ফেরদৌসি বেগম।
অস্ত্রোপচারের পর কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমার ডান চোখে একটা সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।’
পরে অভিনেত্রী জানান, তার এ অপারেশনে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। এই মুহূর্তে তিনি অনেকটাই ভালো আছেন উল্লেখ করে বলেন, ‘যতদিন না চোখ ঠিক হবে, ডাক্তাররা বলেছেন মেকআপ করতে পারব না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd