আসন্ন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ উক্ত সম্মেলনে তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এই সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য নির্ধারিত জি-২০ দেশগুলির নেতাদের মধ্যে আলবেনিজও থাকবেন৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিবৃতিতে আলবেনিজের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা গভীর করা আমার সরকারের জন্য একটি মূল অগ্রাধিকার। আমাদের ভবিষ্যত একে অপরের সাথে জড়িত। তাই এটি অপরিহার্য যে, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল অর্জনের জন্য একসাথে কাজ করি। উল্লেখ্য, জি-২০ হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতার জন্য বিশ্বের একটি প্রধান ফোরাম।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতারা বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী, টেকসই এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধির দিকে নেভিগেট করার দিকে মনোনিবেশ করবেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd