মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উদ্ধারকারীরা ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে এবং এখনও ১৪ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলিতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার একজন উদ্ধারকর্মী জানালেন তিনি ২৫টি মৃতদেহ পেয়েছেন।
উদ্ধারকারীরা জানিয়েছেন, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে যারা আটকে পড়েছিল তারা কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করেছিল।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd