রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনের দীর্ঘ দিনের দাবি, এফ-১৬ আধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
বুধবার ১৬ আগস্ট ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন অন্তত এ বছর মার্কিনিদের এ যুদ্ধবিমান পাওয়া যাবে না। তিনি বলেন, এটি নিশ্চিত যে আমরা এই শরৎ ও শীতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে রক্ষার সুযোগ পাব না। এদিকে যুক্তরাষ্ট্র এখনই বিমান না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। তিনি বলেন, ‘এই বিমান নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল যে, এগুলো আমাদের আকাশ প্রতিরক্ষার অংশ হবে। আমরা এসব বিমান দিয়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করতে পারব।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd