আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলী সাবরিন জানান, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষকের কাছ থেকে অনুরোধ আসেনি। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে কোন কোন বিদেশি পর্যবেক্ষক অনুমতি চেয়েছে আর কারা কারা অনুমতি পেয়েছে; অনুমতি দেয়ার ক্ষেত্রে কি নিয়ম অনুসরণ করা হচ্ছে এ ধরনের নানাবিধ প্রশ্ন করেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে এরকম আরেকটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।
আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারিকৃত নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd