মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ ও পল্টন মডেল থানায় মামলা দুটি দায়ের করে।
মামলা দুটিতে নাম উল্লেখ করা হয়েছে মোট ২০ জনের। অজ্ঞাত আসামি করা হয়েছে জামায়াত-শিবিরের ৫ হাজার ১৫০ জনকে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় রয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। মামলাগুলোয় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, মারধর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন হামিদুর রহমান আজাদ, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের নেতা মো. সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা ৪৫০০-৫০০০ জন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বিএসএসএমইউ ও শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ রয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd