প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার (১৮ আগস্ট) দেখা করবেন দেশের জনপ্রিয় আটজন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লিটু আনাম, ফেরদৌস, লাকী ইনাম, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম।
দেশপ্রধানের সঙ্গে দেখা করার খবরটি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ দিকে আগামীকালই মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা মুক্তি পাচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’। ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোচনা তৈরি করেছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকারা। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন হৃদি হক। সিনেমাটির মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের।
ধারণা করা হচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটিকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনয়শিল্পীদের এই সাক্ষাৎপর্ব হতে যাচ্ছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd