জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলো চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতা। এবার এই তিন নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার ১৬ আগস্ট বেলা তিনটার দিকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানান। অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম। তাদের উপর অভিযোগ তারা সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত। উক্ত অভিযোগে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়। অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা গাজী আমজাদ বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না। ভুলবশত ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আমাকে কারণ না দর্শিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের দুজন নেতার কাছ থেকে জানা যায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে গত সোমবার দিবাগত রাতে ওই তিন নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী জানায়, সংগঠনের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই তিন নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ বহন করবে না।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd