সারাদেশে ধীরে ধীরে ডেঙ্গু মহামারি রূপ ধারন করছে। এরই মধ্যে বরগুনা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। অর্ধশতাধিকের বেশি রোগী ভর্তি বরগুনা জেলায়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য গ্লোবাল ল' থিংকার্স সোসাইটি (জিএলটিএস) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।
গ্লোবাল ল' থিংকার্স সোসাইটির চিফ অপারেটিং অফিসার অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিক বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।’ তিনি জানান, গতকাল শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করেন সংগঠনটির সদস্যরা। এ
ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd