সরকার পতনের একদফা দাবিতে ঢাকাসহ সকল মহানগরে গণমিছিল করেছে বিএনপি। গণমিছিলে অংশ নিয়েছে হাজার হাজার নেতাকর্মী। বড় শোডাউনের মধ্যদিয়েই একদফার চতুর্থ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। একই দাবিতে বিএনপি’র সঙ্গে ঢাকায়
বিক্ষোভ মিছিল করেছে সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকায় পৃথকভাবে গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই গুলশান ও দয়াগঞ্জ এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। পোস্টার, ফেস্টুন আর ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা। সরকার বিরোধী স্লোগানে স্লোগানে বিকালে শেষ করেন কর্মসূচি।
রাজধানীর দয়াগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র গণমিছিল পূর্ব সমাবেশে অংশ নেন বিএনপি’র শীর্ষ নেতারা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের চতুর্দিকে রাস্তা বন্ধ, পালানোর পথ নেই। উত্তরে পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে যাওয়ার আর পথ নেই।
‘পেনশন স্কীমের’ নামে সরকার নির্বাচনী ফান্ড তৈরির ফন্দি এঁটেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ লুট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ফোকলা বানিয়ে দিয়েছে, কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছে পেনশন স্কীম। মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বাইর করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদেরকে সেই সুযোগ দেবে না।
ঢাকার গণমিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি কথাই বলা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোনো নির্বাচনে যাবো না। আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ১৪ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd