ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে পালটা হামলার সাফল্যের পরেই জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন পুতিন।
আজ শনিবার (১৯ আগস্ট) রাশিয়ান প্রেসিডেন্টের সদর দফতর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ‘যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেল এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের সদর দফতরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বৈঠক করেছেন।’ রুশ সামরিক জেনারেলদের সঙ্গে বৈঠকটি কখন হয়েছে সে বিষয়ে ক্রেমলিন বিস্তারিত আর কিছু জানায়নি।
তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd