রাজধানীর লালবাগে অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করে ডিবি।
গ্রেপ্তার প্রসঙ্গে ডিবি জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাদের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে। নির্বাচনের আগে অস্ত্র ও গুলি মজুদের টার্গেট নিয়ে মাঠে নামার তথ্য পেয়েছেন তারা।
আজ রোববার (২০ আগস্ট) তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন ডিবি।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার খোন্দকার নূরন্নবী বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা (ছাত্রদল) একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে এই অস্ত্র সংগ্রহ করছেন। বিএনপি নেতাদের নির্দেশে তারা এসব কাজ করছেন বলে গ্রেফতার ছাত্রদল নেতারা স্বীকার করেছেন। গ্রেফতার ছাত্রদল নেতাদের মোবাইল জব্দ করে তার প্রমাণ পাওয়া গেছে। সেখানে বেশ কিছু অস্ত্রের ছবিও পাওয়া গেছে। এই অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদে আমরা তথ্য পেয়েছি। তারা দুটি অস্ত্র পাবনা থেকে সংগ্রহ করেছে এবং একটি কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, আমরা মাত্র তাদের ধরেছি। আজকে রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানতে পারবো। বিএনপি নেতা সালাউদ্দিনের ছেলে রবিনসহ ১২ জনকে গ্রেফতার দেখায় গোয়েন্দা পুলিশ।
এর আগে, ছাত্রদলের ছয় নেতা ‘নিখোঁজ’ হওয়ার একদিন পর শনিবার (১৯ আগস্ট) রাতে তাদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd