নাইজারের অভ্যুত্থানকারী নেতা পশ্চিম আফ্রিকার দেশগুলোর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন, ৩ বছরের মধ্যে গণতন্ত্র পুনর্বহাল হবে। এ সময়ের আগ পর্যন্ত দেশে সামরিক শাসক বহাল থাকবে। একইসঙ্গে দেশটিতে যেকোনো আক্রমণে জড়িতদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গতকাল শনিবার (১৯ আগস্ট) গভীর রাতে নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন জেনারেল আবদুরাহমান তচিয়ানি। আজ রোববার ২০ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নাইজেরিয়ার রাজধানী নিয়ামেতে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক শেষে জেনারেল আবদুরাহমান তচিয়ানি বলেন, ‘দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ কেউই যুদ্ধ চায় না এবং সংলাপের পথ উন্মুক্ত।তবে একটি বিষয় পরিষ্কার, যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করা হয়, তাহলে তা খুব একটা সহজ হবে না’।
১২ মিনিটের ভাষণে জেনারেল তচিয়ানি বলেন, ‘ইকোওয়াস বিদেশি সেনাবাহিনীর সহযোগিতায় দখলদার বাহিনী দিয়ে নাইজার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।আমি আবারও নিশ্চিত করছি, আমাদের ক্ষমতা কুক্ষিগত করার উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি আরও নিশ্চিত করছি, নাইজারের গর্বিত ও প্রাণোচ্ছল জনগণের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেওয়া হলে আমরা যেকোনো সংলাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত।’
এছাড়াও আঞ্চলিক জোটটির আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ও ‘অমানবিক’ আখ্যা দিয়ে এর নিন্দা জানান তিনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd