কিশোর গ্যাংয়ের সদস্যরা নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে।
গতকাল শনিবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে লুটপাট এবং রূপগঞ্জ থানার এসআই মারুফসহ প্রায় ১০ থেকে ১২ জনকে কুপিয়ে আহত করেছে তারা।
আজ রোববার (২০ আগস্ট) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাব্বির ও নেসার তাদের বাহিনীর অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে ওই এলাকায় তাণ্ডব চালায়। পরে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ সময় তারা সড়কের পাশে বেশ কয়েকটি দোকান ও বাসাবাড়িতে হামলা চালায়। পরে রাস্তায় যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর মধ্যেই রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় এক কিলোমিটার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের খানপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd