ইংল্যান্ডে নবজাতক পরিচর্যার দায়িত্বে নিয়োজিত এক নার্স সাত শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে শাস্তিস্বরূপ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এই নার্সের ওপর আরও ছয় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
গত শুক্রবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আধুনিক ব্রিটিশ ইতিহাসে এই নারীকে সবচেয়ে জঘন্য শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করা হয়েছে।ওই নার্সের নাম লুসি লেটবি। তার বর্তমান বয়স ৩৩ বছর। নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডের কাউটেস অব চেস্টার হাসপাতালে কাজ করার সময় তিনি নির্মম এসব ঘটনা ঘটান। মামলার কৌসুঁলিরা জানিয়েছেন, লুসি কয়েকটি শিশুর দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করেছেন। কয়েকজন শিশুর ওপর একাধিকবার আক্রমণ করে তিনি তাদের মৃত্যু নিশ্চিত করেছেন।
আগামী সোমবার (২১ আগস্ট) ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লেটবিকে সাজা দেয়া হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd