শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’ ধেয়ে আসছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে আঘাত হানতে যাচ্ছে হ্যারিকেন। বলা হচ্ছে, ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঝর যা ক্যালিফোর্নিয়াতে আঘাত হানতে যাচ্ছে। খবর বিবিসির।
ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই হারিকেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ বন্যায় প্রাণহানির আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস হারিকেন হিলারিকে এখন পর্যন্ত দ্বিতীয় ক্যাটাগরির ঝরের মধ্যে রেখেছে।
দেশটির জাতীয় হারিকেন সেন্টারের বার্তায় বলা হয়েছে, সমুদ্রে সৃষ্ট হারিকেনের ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এ ঝড়ের ফলে আগেই মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর তার সর্বশেষ বার্তায় জানিয়েছে, হারিকেন হিলারি পুন্টা ইউজেনিয়া থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতই এটি উপকূলের দিকে ধেয়ে আসছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd