পাকিস্তানের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই পার্লামেন্টে অনুমোদিত হলো নতুন ২টি আইন।
গতকাল রোববার (২০ আগস্ট) মাইক্রোব্লগিং সাইট এক্সে বিষয়টি স্পষ্ট করেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। বিলগুলো হলো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩’ এবং ‘পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩’। প্রেসিডেন্ট আলভি বলেন, তিনি বিল দুটিতে স্বাক্ষর না করে কর্মকর্তাদের সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পার্লামেন্টে ফেরত পাঠানোর জন্য বলেছিলেন। তবে গতকাল তিনি জানতে পারেন, তার ওই নির্দেশনা মানা হয়নি। এদিকে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, যদি প্রেসিডেন্ট কোনো বিলে স্বাক্ষর না করেন এবং বিল নিয়ে তার পর্যবেক্ষণ ও আপত্তিগুলো জানিয়ে ১০ দিনের মধ্যে ফেরত না পাঠান, তাহলে তা নিয়মানুযায়ী আইনে পরিণত হবে।
বিষয়টি নিয়ে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আইনমন্ত্রী আহমেদ ইরান জানিয়েছেন, যেহেতু প্রেসিডেন্ট খসড়াগুলোয় স্বাক্ষর করেননি এবং ১০ দিনের মধ্যে ফেরত পাঠাননি, তাই সেগুলো আইনে পরিণত হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd