কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) র দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪৫৫ জন পরীক্ষার্থী।
রবিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় সিলেটেও পরীক্ষা শেষ হয় হয়ে দুপুর ১টায়।
বাংলা ২য় পত্রের পরীক্ষায় বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৬ হাজার ৪৯০ জন আর উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৩৫ জন। বিভাগের চার জেলায় মধ্যে সিলেটে জেলায় উপস্থিত ছিলেন ৩২ হাজার ২৬২ জন, হবিগঞ্জ জেলায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ১১১ জন, মৌলভীবাজারে জেলায় উপস্থিত ছিলেন ১৫ হাজার ৩২৮ জন ও সুনামগঞ্জ জেলায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৩১ জন। অসদুপায় অবলম্বনের জন্য বিভাগে কেউ বহিষ্কার হয়নি।
সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ জানান, দ্বিতীয় দিনের বাংলা ২ম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। বিভাগের ৮৬ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১ টি কেন্দ্র রয়েছে। তবে দ্বিতীয় দিনে কেউ বহিষ্কার হয়নি।
বিভাগের চার জেলার মধ্যে বাংলা ২ম পত্রের পরীক্ষায় সিলেট জেলার ৩২ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯৬ জন, হবিগঞ্জ জেলার ১৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯১ জন, মৌলভীবাজার জেলার ১৫ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৯ ও সুনামগঞ্জ জেলার ১৪ হাজার ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৯ জন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd