বরগুনার পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের হাঙ্গরের শুঁটকি জব্দ করা হয়েছে। কোষ্টগার্ড ক্যাম্পের সদস্যরা রবিবার বিশেষ অভিযান চালিয়ে বিশখালী নদীর সংযোগ খালের পাড় থেকে প্রায় ৫ মণের এই শুঁটকি জব্দ করে।
কোষ্টগার্ড স্টেশন কমান্ডার এম. মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি, পাথরঘাটার ভাড়ানী খালের পাড়ে ৯ নং ওয়ার্ডে একটি শুঁটকি পল্লীতে নিষিদ্ধ হাঙ্গরের শুঁটকি তৈরি করছে বিক্রির উদ্দেশে। বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে আমরা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান হাঙ্গরের শুঁটকি দেখতে পাই। স্থানীয় বাজারে যার আনুমানিক মূল্যে ৫ কোটি টাকা হবে। এ সময় শুঁটকি পল্লীর মাহবুব আত্মগোপন করলে তাকে না পেয়ে হাঙ্গরের শুঁটকি জব্দ করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।
বন বিভাগের বিট কর্মকর্তা মো. মহিবুর রহমান জানান, জব্দকৃত হাঙ্গরের শুঁটকি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd