কয়েকদিন আগে হাসপাতালের বিছানায় মাথায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের।
জানা যায়, তার মাথায় চারটি সেলাই লেগেছে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে অনেক গুঞ্জনই ছড়িয়ে পড়ে শোবিজপাড়ায়। বিষয়টি নিয়ে যখন নানা জল্পনার ডালপালা মেলছে তখন গনমাধ্যমে মুখ খুললেন শরিফুল রাজ।
তিনি জানান, ‘ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় আমার গাড়ি। এসময় গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতেই জখমের সৃষ্টি হয়।’
শরিফুল রাজ নিশ্চিত করে জানালেন বাসায় কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd