প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ১০:৩৭ পি.এম
দাবি বাস্তবায়ন না হলে কাল আবারও অবরোধ

রাজধানীর নীলক্ষেত মোড় প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধের কারণে আজিমপুর থেকে সায়েন্সল্যাব ও সায়েন্সল্যাব থেকে আজিমপুর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া একটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান পুলিশ কর্মকর্তারা। তাঁরা শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও অবরোধ অব্যাহত রাখার ঘোষণায় অটল থাকেন শিক্ষার্থীরা।
বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা কলেজের শিক্ষক খায়রুল হোসেন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নীলক্ষেত মোড়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু দাবির বিষয়ে কোনো আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যান। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে রাস্তা ছেড়ে দেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও রাস্তায় নামবেন তাঁরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd