সদ্য প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর উদ্দেশ্যে দোয়া করায় যশোরের শার্শায় আশরাফুল ইসলাম আশা নামে এক ঈমামকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
গতকাল সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় যশোরের যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম আশরাফুল ইসলাম আশা। তিনি জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর উদ্দেশ্যে দোয়া করি। দোয়ায় দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আমার একটু বেশি বলা হয়ে যায়। ওদিনই বিকালে আমাকে কিছু মাক্স পরা যুবক পথের মধ্যে বাধা দিয়ে হুমকি ধামকি দেন। এরপর সোমবার সন্ধ্যার আগে মাগরিবের নামাজ পড়াতে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাওয়ার সময় পথিমধ্যে কামারবাড়ি মোড়ে মুখোশধারী ৭/৮ যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাতে জখম করে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে হাসপাতালে ভর্তি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, তিনি হামলার ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd