‘জাওয়ান’ সিনেমার ট্রেলারে ন্যাড়া মাথায় কিছু মাস আগেই দেখা যায় শাহরুখ খান কে। যেই লুক প্রকাশ্যে আসতেই চমকে যান ভক্তরা। মুহূর্তেই তার সেই লুক ভাইরাল হয়। অনেকটা সেই রূপেই এবার ধরা দিলেন অপর সুপারস্টার সালমান খান।
রবিবার রাতে একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের নতুন রূপ। চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন। যেটাকে প্রায় ‘ন্যাড়া’ বললেই চলে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের চুলের এই কাট। করণ জোহরের প্রযোজনা ও বিষ্ণু বর্ধনের পরিচালনায় আগামী সিনেমায় আর্মি চরিত্রে দেখা যাবে সাল্লু ভাইকে। আর সেজন্যই চুলের এমন ছাঁট দিয়েছেন অভিনেতা।
সূত্র অনুসারে, আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। তবে আগামী বছরের বড়দিন উপলক্ষে এটি মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।
এ মুহূর্তে সালমান খান ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে। মনীশ শর্মার নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটির শুটিং অবশ্য শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী ১০ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd