র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম মুন্সীকে (৪১) আটক করেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় তাকে আটক করা হয়। র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। অভিযানে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি জসিমকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, আসামির নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি জসিমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। অবশেষে সে ধরা পড়লো। আসামি জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd