রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। আজ শুক্রবার (২৫ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ক্রিমিয়ায় গুলি করে ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আর তড়িৎ–চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করে ৩৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না, তা মন্ত্রণালয় জানায়নি। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে কিয়েভ প্রায়ই ক্রিমিয়াকে লক্ষ্যবস্তু করে আসছে। তবে গত কয়েক সপ্তাহে হামলার সংখ্যা বেড়েছে। কিয়েভ বারবারই বলেছে, তারা ক্রিমিয়াকে ফেরত পেতে চায়।
গতকাল কিয়েভ বলেছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় তাদের বাহিনী ইউক্রেনের পতাকা উড়িয়েছে। আগের দিন বুধবার কিয়েভ বলেছে, তারা ওই এলাকায় রাশিয়ার এস-৪০০ বিমানবিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd