ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে সেরাদের নাম ঘোষণা করা হয়।
এবার সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। দুজনে যৌথভাবে ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা পেলেন।
আলিয়া পুরস্কার পেলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য। কৃতি জাতীয় পুরস্কার পেলেন ‘মিমি’ ছবির জন্য।
এদিকে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির কারণে সেরা সহঅভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে।
সেরা সহঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য তিনি পান এই সম্মান।
সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd