ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ২৬ আগস্ট সকালে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন।
দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ির পেছনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে স্পৃষ্ট হন মেয়ে তাসলিমা। মেয়েকে বাঁচাতে গিয়ে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd