ত্বকের জেল্লা বাড়াতে চন্দন যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। চন্দনের মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য। এটি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, সানবার্ন দূর করে ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
আজকাল বিভিন্ন প্রসাধনীতে চন্দন ব্যবহার করা হয়। কিন্তু ত্বকের উপর সরাসরি চন্দন ব্যবহার করলে দ্রুত কাজ করে।
চলুন জেনে নেওয়া যাক চন্দনকে কীভাবে ব্যবহার সেরা ফল পাওয়া যাবে-
১. ত্বকে থেকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে এবং ময়লা পরিষ্কার করতে মুখে সরাসরি চন্দন বাটা লাগান। গোলাপ জল দিয়ে চন্দন বেটে নিতে পারেন। এছাড়া চন্দন গুঁড়োয় গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। ১৫ মিনিট ফেসপ্যাক রাখার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে দেখবেন মুখের তেলতেলে ভাব কমে গিয়েছে। তাছাড়া এটি ব্রণের সমস্যাও কমিয়ে দিবে।
২. চন্দন বাটা বা গুঁড়োর সঙ্গে শসার কুঁড়ে মিশিয়ে নিন।এই ফেসপ্যাক ত্বকের উপর লাগান এবং শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকে তাৎক্ষণিক জেল্লা এনে উজ্জ্বল করে দিবে।
৩. চন্দনের সঙ্গে ১ চামচ শসার রস, ১ চামচ লেবুর রস, ১/২ চামচ মধু এবং ১ চামচ টমেটোর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটি মুখে ৩০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সান ট্যান দূর করতে টমেটো ও চন্দনের ফেসপ্যাক দারুণ উপযোগী।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd