বগুড়ায় ‘কাফনের কাপড়’ পরে মানববন্ধন কর্মসূচি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।
আজ রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় কাফনের কাপড় পরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। চার দফা দাবিগুলো হলো- কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেয়া দেওয়া হচ্ছে না। প্রতি বছর ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাস করে বের হলেও সেসব শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে। এ বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া তাদের এ দাবি পূরণ সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা আমাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট, পরীক্ষা বর্জন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাব। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়াও হয় কর্মসূচিতে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী, মাহবুবুর রহমান মামুন, নিপুন, মোতালেব, বিডিএমএসের জহিরুল, ইসরাত, শাকিল, জিহাদ, জাকির, সাবিত হোসেন প্রমুখ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd