আট বছর পর একটি ওয়েব সিরিজ দিয়ে বলিউডে ফিরছেন "জানে তু ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরান খান। তাঁকে দেখা যাবে আব্বাস টায়ারওয়ালা পরিচালিত সিরিজে।
চলতি মাসের শুরুতে পাঁচ বছর পর ইনস্টাগ্রামে পোস্ট করেন আমির খানের ভাগ্নে ইমরান খান। তিনি যে ফিরছেন, তখন অনেকেই অনুমান করেছিলেন।
অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজটি নির্মাণ করছেন আব্বাস টায়ারওয়ালা। এই সিরিজ নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল ইমরানের। শেষ পর্যন্ত সবকিছু চূড়ান্ত হওয়ায় সিরিজটি করতে রাজি হয়েছেন এই অভিনেতা। আশা করা হচ্ছে, তাঁর প্রত্যাবর্তন ভালো হবে।
আব্বাস টায়ারওয়ালা মূলত লেখক হিসেবেই বলিউডে পরিচিত। এর আগে তিনি ‘অশোকা’, ‘মকবুল’, ‘ম্যায় হু না’, ‘সালাম নমস্তে’ ইত্যাদি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। সিরিজটির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সিরিজটিতে অভিনয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন ইমরান। তবে সিরিজের নাম এখনও ঠিক হয় নি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd