রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইবনে আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে মিরপুর ১২ নম্বর সেকশনের নতুন রাস্তা কালাপানি গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে মো. রাজু বলেন, আমার বাবা পল্লবীর নতুন রাস্তায় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মারা যান।
তিনি জানান, তাদের বাসা মিরপুর পল্লবীর নতুন রাস্তা এলাকার বিহারী পট্টিতে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি থানা পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd