যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় ইদালিয়া ভয়াবহ আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছে তিনজনের প্রাণ।
আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি ছিল ৩। তবে এখন এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড় ইদালিয়ার কারণে বাড়ি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার গ্রাহক। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড়টি শক্তিশালী ৪ নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। তবে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। বুধবার এনএইচসি জানায়, প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে। ফ্লোরিডার অন্য এলাকা ও জর্জিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে এনএইচসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। জানা গেছে, ইদালিয়া গতিপথ পালটিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd