সৌদি আরবের মক্কায় ওমরাহ করে ফিরেছেন মডেল, অভিনেত্রী ও ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। মুম্বাইয়ের বিনোদন দুনিয়ায় ‘ড্রামা কুইন’ বলে পরিচিত রাখী সাওয়ান্ত।
এবার ওমরাহ শেষে দেশে ফিরে নিজের নামই বদলে ফেলেছেন তিনি। এখন থেকে তিনি রাখী নন, তিনি হলেন ফাতিমা। সৌদি আরব থেকে মুম্বাই বিমানবন্দরে পা রাখতে রাখীর ভক্তরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। আবার কেউ কেউ তাঁর গলায় মালা পরিয়ে দেন। বিমানবন্দরে পাপারাজ্জিরা রাখীকে ঘিরে ধরেন। তাঁরা ‘রাখি জি’ বলে ডাক দেন। রাখি পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘আমাকে রাখী নয়, ফাতিমা বলে ডাকুন।’
এসময় রাখিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কী কাগজপত্রেও নাম বদল করেছেন কি-না? এ প্রশ্নের উত্তরে রাখি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এভাবেই সৃষ্টি করেছেন, তিনি আমাকে ভালোবাসেন আমি যেমন সেভাবেই। তার কাগজের নাম বদলের প্রয়োজন নেই।’
সম্প্রতি রাখীর ওমরাহর বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে তাঁকে অঝোরে কাঁদতে দেখা গেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd