রাশিয়ার ক্রিমিয়া সেতুকে লক্ষ্য করে ইউক্রেন তিনটি নৌ ড্রোন হামলা চালায়। এবার এই হামলার প্রচেষ্টা প্রতিহতের দাবি করেছে রাশিয়া।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) মস্কোর পক্ষ থেকে এ দাবি করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় সময় শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটে ইউক্রেনীয় অঞ্চল থেকে ক্রিমিয়া সেতুকে লক্ষ্য করে ছোড়া মনুষ্যহীন তিনটি নৌ ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিয়েভের এই ড্রোনগুলোকে কৃষ্ণ সাগরেই ধ্বংস করা হয়।’
এদিকে এ এফ পির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযুক্তকারী কৌশলগত সেতুটিকে বারবার লক্ষ্যবস্তু করছে কিয়েভ। ২০১৪ সালে দখলে নেওয়া ক্রিমিয়াকে ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে তারা।
সম্প্রতি অঞ্চলটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। জানা গেছে, একটি ড্রোন শুক্রবার গভীর রাতে এবং বাকি দুটি শনিবার ভোরের দিকে ছোড়া হয়েছিল।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd