সম্প্রতি চাঁদে নভোযান পাঠিয়েছে ভারত। এবার প্রথমবারের মতো সূর্যের কক্ষপথে নভোযান পাঠাচ্ছে দেশটি।
আজ শনিবার ২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে নভোযান আদিত্য-এল ওয়ান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। আর আদিত্য-এল ওয়ান পৃথিবী থেকে উড়াল দেওয়ার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেবে। যেখানে সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে সেখানে এটি স্থাপন করা হবে। নভোযান যদি এই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্যও। এই দীর্ঘ পথ পাড়ি দিতে আদিত্য-এল ওয়ান চার মাস সময় নিবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd